
বাংলাদেশিরাও ওমরাহ ভিসায় পুরো সৌদি আরব ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। বুধবার (৮ জুন) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত জানিয়েছেন, অনলাইনে আবেদনের একদিনের মধ্যে ভিসা পাওয়া যাবে। ভিসার মেয়াদ হবে তিন মাস।
উল্লেখ্য, সাধারণত সৌদি সরকার ওমরাহ পালনের জন্য ভিসা দেয় ৩০ দিন মেয়াদের। এই সময়ের মধ্যে ওমরাহ পালন এবং মক্কা, মদিনা ও জেদ্দার বাইরে ভ্রমণের কোনও অনুমতি ছিল না। কিন্তু এখন থেকে অন্যান্যদের মতো বাংলাদেশিরাও ওমরাহ ভিসায় পুরো সৌদি আরব ঘুরতে পারবেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved