
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- রবি, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।
সূত্র মতে, আজ বেলা ১১টা ৩১ মিনিট পর্যন্ত রবির স্ক্রিনে ৭ লাখ ৭ হাজার ৬১৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
এদিকে একই সময়ে ন্যাশনাল হাউজিংয়ের স্ক্রিনে ১৪ লাখ ৫৩ হাজার ৮৮৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
বিডি থাইয়ের স্ক্রিনেও একই সময় অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved