
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
উত্তরের জেলা কুড়িগ্রামে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। ঘন মেঘে সূর্য ঢাকা থাকায় দিনের বেশির ভাগ সময় প্রাকৃতিক উষ্ণতা পাচ্ছে না মানুষ।
ঠান্ডায় গবাদি পশুর দুর্ভোগ বেড়েছে বেশি। শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটছে জেলার হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের। খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছেন।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মিলপাড়া এলাকার নামদেল মিয়া জানান, এই ঠান্ডায় ছোট দুই বাচ্চাকে নিয়ে খুবই সমস্যা পড়েছি। শীতকালে ঠিকমতো কাজ করতে না পারায় সংসার চালানো মুশকিল হয়ে পড়েছে। অভাবের সংসারে ছেলেদের গরম কাপড় কিনতে পারছি না। আজ পর্যন্ত কেউ একটি কম্বলও দেয়নি।
জেলা প্রশাসন অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সরকারিভাবে ৯ উপজেলায় ৩৫ হাজার ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ সোমবার (৩ জানুয়ারী) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা দিনে দিনে আরও কমতে পারে। আকাশে ঘন মেঘ কেটে গেলে তাপমাত্রা আরও নিচে নেমে আসতে পারে। আকাশে মেঘ রয়েছে।
আগামী ১-২দিনের মধ্যে তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved