
পাইপ লাইনের জরুরি সংস্কার কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ। গ্রাহকদের সাময়িক এমন অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের সংস্কার কাজের জন্য সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট সাত ঘণ্টা রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলোর মধ্যে রয়েছে- মোহাম্মদীয়া হাউজিং, চানমিয়া হাউজিং এলাকাসহ আশপাশের এলাকা। এ সময় এলাকাগুলোর পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved