
দিনাজপুর প্রতিনিধি: কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে হাতেনাতে ঘুষের ৮০ হাজার টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দিনাজপুরে নিজ কার্যালয় থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়। দুদকের উপ-পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে সাত সদস্যের একটি দল তাকে আটক করেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বলেন, লাইসেন্স নবায়ন ও মামলার ভয় দেখিয়ে ঈশান অ্যাগ্রো অ্যান্ড ফুডের কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় মো. মোস্তাফিজুর রহমানকে হতে-নাতে আটক করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved