
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনূর্ধ্ব ১৭)২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
রবিবার (২২মে) বিকাল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগ সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ওসি মো. আসাদুজ্জামান, বহরপুর ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম জামালপুর ইউপি চেয়ারম্যান এ কে. এম ফরিদ হোসেন বাবু, জংগল ইউপি চেয়ারম্যান কল্লোল বসু প্রমুখ সহ বিভিন্ন শ্রেণী৷ পেশার মানুষ।
উল্লেখ্য, খেলায় উজেলার বহরপুর ইউনিয়ন একাদশ ও জামালপুর ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে।টাইব্রেকারে বহরপুর ইউনিয়ন একাদশ বিজয়ী হয় এবংখেলা শেষে বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved