মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইসমাইল হোসেন সোহেলের নির্বাচনী প্রচারণার দশম দিনে গফরগাঁও পৌরসভায় এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়।
আজ ৩১জানুয়ারি শনিবার শনিবার বেলা ৩ ঘটিকা থেকে ইমামবাড়ী ঈদগাহ মাঠে একের পর এক স্লোগানে স্লোগানে খন্ড খন্ড মিছিল জড়ো হতে তিনটা থেকে। বা'দ আসর ইমামবাড়ী থেকে কলেজ রোড, গফরগাঁও থানা ও জামতলা মোড় হয়ে স্টেডিয়াম সংলগ্ন রোড দিয়ে মধ্যবাজার প্রদক্ষিণ করে। অতঃপর জামতলা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে গণমিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
মাওলানা ইসমাইল হোসেন সোহেলের নেতৃত্ব উক্ত গণমিছিলে অংশগ্রহণ করেছেন এগারো দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved