মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার সদর থানার ক্লুলেস রিজওয়ান জাহান খাঁন রিয়াদ(২৫) হত্যা মামলার ০২ আসামি ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, এর অভিযানে গ্রেফতার করা হয়েছে।
বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত আসামি ১। মোঃ জাহাঙ্গীর আলম(২২), থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, ২। লিংকন(২২), থানা-সদর, জেলা-ময়মনসিংহ সহ অজ্ঞাতনামা আসামিরা পূর্ব শত্রুতার জেরে গত ২৬ নভেম্বর ২০২৫খ্রিঃ অনুমান ১৪০০ ঘটিকায় ময়মনসিংহ সদর থানার পাটগুদাম ব্রীজ মোড়ে ট্রাফিক পুলিশ বক্স এর নিকটে নিহত রিজওয়ান জাহান খাঁন রিয়াদ(২৫), পিতা-সাইদুল হক খাঁন, সাং-১৩১/এ/১, কালিবাড়ি রোড, থানা-সদর, ময়মনসিংহকে হত্যার উদ্দেশ্যে পথ রোধ করে মারপিট করতঃ চাকু দিয়ে ঘাই মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। পরবর্তীতে উক্ত তারিখে নিহত রিজওয়ান জাহান খাঁন রিয়াদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। আলোচিত ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ফলাও করে প্রচার হয়। উক্ত ঘটনায় নিহত রিজওয়ান জাহান খাঁন রিয়াদ এর পিতা বাদী হয়ে ময়নমসিংহ জেলার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। যার কোতোয়ালী থানার মামলা নং-৭৮, তারিখ-২৭ নভেম্বর ২০২৫খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০২/৩৪ পেনাল কোড। ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে তৎপর হয়।
এরই প্রেক্ষিতে, ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, এর আভিযানিক দল উক্ত হত্যার ঘটনায় জড়িত ধৃত আসামিদের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে ৩১ জানুয়ারি অনুমান ০২০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা হতে আসামি ১। মোঃ জাহাঙ্গীর আলম(২২), থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহকে এবং একই তারিখ অনুমান ০৪৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা এলাকা হতে আসামি ২। লিংকন(২২), থানা-সদর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করে হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved