মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রী শ্রী মা মগদেশ্বরী ও গঙ্গা মন্দির প্রাঙ্গণে প্রতিবছরের ন্যায় এ বছরও মহাতীর্থ বারুণীমেলা ও ধর্মীয় উৎসব সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ ইং, শনিবার সকাল ১১টায় গঙ্গা মন্দির সংলগ্ন অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ১৬ ও ১৭ মার্চ ২০২৬ ইং অনুষ্ঠিতব্য ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচ্য কর্মসূচির মধ্যে রয়েছে— মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মহাতীর্থ বারুণীস্নান, গঙ্গা পূজা, মাতৃ পূজা, পবিত্র গীতা পাঠ, ধর্মীয় আলোচনা সভা, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, পূজা অর্চনা, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং অষ্টপ্রহরব্যাপী দিবা-রাত্রি মহোৎসব ও প্রসাদের ব্যবস্থা। এসব আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও দায়িত্ব বণ্টন নিয়ে সভায় মতামত বিনিময় করা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সমীর চন্দ্র দে। সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), সঞ্চালনায় টিটু তালুকদার, ডা. অমল বিন্দু মহাজন, খোকন সেন, সুজন দাশ, অঞ্জন বিশ্বাস, ঝুন্টু দে, অসীম চৌধুরী, সুমন দে, আশীষ দাশ, রঞ্জিত বৈদ্য, রিটন মহাজন, দোলন ঘোষ, রঞ্জিত কর, জিতু চৌধুরীসহ মন্দির পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, উক্ত সভা ও আসন্ন ধর্মীয় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ ভক্তবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। পাশাপাশি আয়োজনকে আরও সফল করতে সবার মূল্যবান মতামত ও সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।
উল্লেখ্য, কাপ্তাই রোডের পশ্চিম গশ্চি বাগোয়ান, রাউজান, চট্টগ্রামে অবস্থিত দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রী শ্রী মা মগদেশ্বরী ও গঙ্গা মন্দির দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
সভায় উপস্থিত থাকার জন্য মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক আহ্বান জানানো হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved