[ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৬]: পবিত্র রমজানকে সামনে রেখে বাংলাদেশে শুরু হয় এক উৎসবমুখর প্রস্তুতি। ইফতারের আয়োজন থেকে শুরু করে পরিবারের প্রয়োজনীয় কেনাকাটা সবকিছুতেই গ্রাহকরা এখন খোঁজেন সেরা মান ও সাশ্রয়ী দাম। গ্রাহকদের এই চাহিদাকে গুরুত্ব দিয়ে দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে ‘২.২ গ্র্যান্ড রমজান বাজার’। আগামী ১ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, যেখানে থাকবে নিত্যপ্রয়োজনীয় পণ্যে লো-প্রাইস, সর্বোচ্চ ৮০% ছাড়ের ফ্ল্যাশ সেল এবং আকর্ষণীয় সব ভাউচার।
রমজানজুড়ে কেনাকাটায় সাশ্রয় নিশ্চিত করতে দারাজ এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে তাদের রিফ্রেশড ‘দারাজ চয়েস’ চ্যানেলের ওপর, যেখানে থাকছে এভরিডে লো প্রাইস (ইডিএলপি) সুবিধা। এর ফলে গ্রাহকরা সারা বছরই দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যগুলো বাজারের সর্বনিম্ন দামে পাবেন, যার জন্য বড় কোনো ছাড়ের অপেক্ষায় থাকতে হবে না। বাড়তি সুবিধা হিসেবে দারাজ চয়েস-এ থাকছে ‘৩টি কিনলে ফ্রি ডেলিভারি’ এবং ‘৫টি কিনলে ১টি ফ্রি ও সাথে ফ্রি ডেলিভারি’ অফার, যা রমজানের বাজার গুছিয়ে নিতে পরিবারগুলোকে দারুণ সাহায্য করবে।
দৈনন্দিন সাশ্রয়ের পাশাপাশি ২.২ গ্র্যান্ড রমজান বাজারে থাকছে মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং হট ডিলে সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ছাড়। এছাড়া নির্দিষ্ট কিছু পণ্যে থাকছে সাইট-ওয়াইড ফ্রি ডেলিভারি সুবিধা। বিশেষ আকর্ষণ হিসেবে ১ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১০টা এবং ২ ফেব্রুয়ারি রাত ১২টা-২টা ও সন্ধ্যা ৭টা-৯টা পর্যন্ত থাকবে ফ্ল্যাশ ভাউচার, যেখানে গ্রাহকরা সর্বোচ্চ ৯% অতিরিক্ত ছাড় উপভোগ করতে পারবেন। এফএমসিজি, ফ্যাশন, বিউটি ও ওয়েলনেস, লাইফস্টাইল এবং ইলেকট্রনিক্সসহ রমজানের সব প্রয়োজনীয় ক্যাটাগরিতেই এই অফারগুলো প্রযোজ্য হবে।
এই ক্যাম্পেইনে নামী-দামী ব্র্যান্ডগুলো অংশ নিচ্ছে তাদের নিজস্ব ‘ব্র্যান্ড ডে’ নিয়ে। যার মধ্যে রয়েছে ভিট, ইউনিলিভার, রিয়েলমি, নিওকেয়ার, রেকিট, ডেটল, ম্যারিকো, নেসলে, শুকরান, ইনসাই এবং লোটো। ক্যাম্পেইন চলাকালীন ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে থাকবে বিশেষ সব প্রমোশন।
কেনাকাটার অভিজ্ঞতাকে আরও গোছানো করতে ক্যাম্পেইনে থাকছে সপ্তাহজুড়ে থিম-ভিত্তিক শপিং ডে। চয়েস ডে শনিবার, ফ্যাশন ফরওয়ার্ড রবিবার ও সোমবার, ইলেকট্রিক্যাল মঙ্গলবার, বুধবারের বাজার, বিউটি অ্যান্ড ওয়েলনেস বৃহস্পতিবার, লাইফস্টাইল কোজি শুক্রবার।
পণ্যের গুণগত মান ও প্রাপ্যতা নিশ্চিত করতে এবারের ক্যাম্পেইনে এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ডেটল, ইউনিলিভার এবং প্যারাশুট ন্যাচারালে।
পেমেন্টের ক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে দারাজ পার্টনারশিপ করেছে শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর সাথে। মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর কার্ডহোল্ডাররা কালেক্টেবল ভাউচারের মাধ্যমে ১০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও ইবিএল জিপ-এর মাধ্যমে গ্রাহকরা ০% সুদে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন।
“২ গুড ২ মিস!” স্লোগানকে সামনে রেখে দারাজ বাংলাদেশ বছরের এই বিশেষ সময়ে গ্রাহকদের হাতে সেরা পণ্য ও সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। অফারগুলো লুফে নিতে আজই ভিজিট করুন দারাজ অ্যাপ অথবা অফিসিয়াল ক্যাম্পেইন পেজ । নিয়মিত আপডেটের জন্য চোখ রাখুন দারাজ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved