জসিনুর রহমান, স্টাফ রিপোর্টার নীলফামারী: গত ২৫/০১/২০২৫ খ্রিঃ তারিখ সময় অনুমান বিকাল ১৬.০০ ঘটিকায় নীলফামারী সদর থানার পৌরসভাধীন বড় মাঠের পূর্ব পাশ্বে অভিযোগকারী জনাব তাপস রায়(২২) পিতা-গুরুদাশ রায়, সাং-লক্ষিচাপ দাড়িহারা, থানা ও জেলা- নীলফামারী তাহার স্ত্রী আশা রায় (১৯) এর সহিত বসে গল্প করিতেছিল। তখন এজাহার নামীয় আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ তাহাদের ঘিরিয়া ধরিয়া অবৈধ আটক করতঃ হেনস্থা করা সহ ৫,০০০/- চাঁদা দাবি করিতে থাকে। পরবর্তীতে আসামীগণ তাপস রায়কে গালি-গালাজ, চর-থাপ্পর, লাথি সহ মারপিট করিয়া মোবাইলে ভিডিও ধারন করেন এবং তার স্ত্রী মারপিট দেখিয়া আগাইয়া আসিলে আসামীগণ যৌন নিপীড়নের উদ্দেশ্যে তার স্ত্রীর বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে ধাক্কা ধাক্কি করিতে থাকে। অভিযোগকারী তাপস রায় আসামীদের দাবীকৃত চাঁদার টাকা দিতে না পারায় তাহার সম্মানহানি ও ব্লাকমেইল করার লক্ষ্যে আসামীগণের নিকট সংরক্ষিত ভিডিও টি ফেইসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করিয়া ভাইরাল করিয়া দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখিত ঘটনার ভিডিও টি ব্যাপকভাবে প্রসার ও প্রচার হইতে থাকিলে বিষয়টি জনমনে ব্যাপক সাড়া ফেলে। একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে দিনের আলোতে উক্ত ঘটনা সংঘটিত হওয়ায় উহার প্রভাব কোমলমতি শিক্ষার্থী, সচেতন অভিভাবক, স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের নিকট ব্যাপকভাবে আলোচিত হয়। বিষয়টির গুরুত্ব অনুধাবন করিয়া মাননীয় পুলিশ সুপার, নীলফামারী মহোদয় জেলা গোয়েন্দা শাখা, নীলফামারী সহ থানা পুলিশকে উক্ত ঘটনায় দ্রুততার সহিত যথাযথ তদন্ত ও ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এরই প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর তত্বাবধানে এসআই (নিঃ)/ রাসেল শেখ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল ঘটনার পর হইতেই নিরবচ্ছিন্ন তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করিতে থাকে।
অভিযানের ধারাবাহিকতায় গত ৩০/০১/২০২৫ খ্রিঃ তারিখ সময় অনুমান ১৯.৩০ ঘটিকায় প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির ভিত্তিতে নীলফামারী সদর থানাধীন চড়াইখোলা বটতলী বাজারের পশ্চিমে (কবরস্থান) এলাকায় অভিযান পরিচালনা করিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় ঘটনায় নেতৃত্ব প্রদানকারী ১নং আসামী ১। মোঃ মামুন শেখ ওরফে জঙ্গী মামুন ওরফে ভাইরাল মামুন(২৫), পিতা-মোঃ সিরাজুল শেখ, সাং-ইটাখোলা মাস্টারপাড়া, থানা ও জেলা-নীলফামারীকে আটক করিতে সক্ষম হয়। আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইতি পূর্বেও উক্ত আসামী সহ তাহাদের সংঘবদ্ধ চক্রটি নীলফামারী বড় মাঠে আসা বিভিন্ন দর্শনার্থীদেরকে টার্গেট করিয়া চাঁদাবাজি ও ছিনতাইয়ের মত বিভিন্ন অপরাধ মূলক কার্যকলাপ করিয়া আসিতেছিল মর্মে জানা যায়।
গৃহীত ব্যবস্থাঃ
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী সদর থানার মামলা নং- ৪২, তারিখ-৩০/০১/২০২৬ খ্রিঃ, জিআর নং-৪২/২০২৬, ধারা-৩৪১/৩৮৫/৩৮৬/৩২৩/৫০৬/৩৪ পেনাল কোড তৎসহ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ১০ ধারা, তৎসহ সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২৫(১) ধারা রুজু করা হইয়াছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved