জহুরুল ইসলমা, তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জে তাড়াশে ছাত্রদলের কর্মীদের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি শুক্রবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের বিজয়ে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজ পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদলের কর্মীরা মিছিল নিয়ে উপজেলা পাবলিক লাইব্রেরী চত্বরে সমাবেত হন। পরে ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির ও সদস্য সচিব খন্দকার শাহাদত হোসেনের নেতৃত্বে ধানের শীষের পক্ষে এক বিশাল মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজলা পাবলিক লাইব্রেরি চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপি সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু , পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা ও সদস্য সচিব মির্জা হাসান আলী , উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, জেলা ছাত্রদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল, পৌর ছাত্রদল, পৌর স্বেচ্ছাসেবক দল, কলেজ শাখা ছাত্রদল ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তাগণ ধানের শীষ বিজয় করতে ছাত্রদলের সকল স্তরের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved