ঢাকা-৫ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী ৬৬নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন। গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা, জনদুর্ভোগ ও নাগরিক প্রত্যাশার কথা মনোযোগসহকারে শোনেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ৬৬নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আকবর হোসেন ভুঁইয়া নান্টু। আরও উপস্থিত ছিলেন আক্তার হোসেন মোল্লা, ডেমরা থানা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক; নুর হোসেন ভুঁইয়া, ৬৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি; মনিরুল ইসলাম তালুকদার, ৬৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক; কামরুজ্জামান পারভেজ, সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি নেতা মনির মেম্বারসহ স্থানীয় নেতাকর্মীরা।
এদিন গণসংযোগে অংশ নিয়ে আলহাজ্ব নবী উল্লাহ নবী বলেন, “ঢাকা-৫ এর মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। জলাবদ্ধতা, গ্যাস ও বিশুদ্ধ পানির সংকট, বেকারত্ব, ভাঙা রাস্তা ও অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা জনগণের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। জনগণের ভোট ও ভালোবাসা পেলে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের দল। জনগণের অধিকার, ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। তরুণ সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা এবং একটি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন এবং পরিবর্তনের প্রত্যাশায় বিএনপি মনোনীত প্রার্থীর প্রতি সমর্থন জানান। নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগ শেষে এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved