জসিনুর রহমান, স্টাফ রিপোর্টার (নীলফামারী): নীলফামারীর জলঢাকা উপজেলার বালাপড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দোলা পাড়ায় আদুরী নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকা জুড়ে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল আনুমানিক ৯ টার দিকে আদুরীর মৃ"ত্যুর খবরটি পান তার পরিবারের লোকেরা।
আদুরীর বিয়ের হওয়ার সাড়ে ৪ মাসের মতো হয়েছে। মেয়ে টির বাবা বলে সে নিজে হ"ত্যা করেনি, সে কিসের দুঃখে আ"ত্মহ"ত্যা করবে। তাকে হ"ত্যা করা হয়েছে। তার বাবা বলে তাকে গ"লা টিপে হ"ত্যা করা হয়েছে। এবং বলে আমার মেয়ের হাতে এবং মুখে খাওয়ার রুটি ছিল। সে কিভাবে আ"ত্মহ"ত্যা করে। পরিবারটি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও অপরাধীকে দ্রুত গ্রে"ফতারের দাবি জানায়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved