
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে গড়ে তুলতে এআই ও ইংলিশ বিষয়ক ওয়ার্কশপ এবং এআই-ভিত্তিক বিজনেস ইনকিউবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) আস-সুন্নাহ ফাউন্ডেশনের শিক্ষামূলক উদ্যোগ ‘মেধাবী (MEDHABI)’ প্রকল্পের তত্ত্বাবধানে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম সেশনে “Scale Up Your Growth with AI & English” শীর্ষক ওয়ার্কশপ এবং দ্বিতীয় সেশনে “AI & Business Incubation” শীর্ষক প্রতিযোগিতা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন,
“জবি শিক্ষার্থীদের জন্য আবাসন একটি বড় সংকট হলেও আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মেধাবী’ প্রকল্প আবাসন সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন,
“বর্তমান সময়ে হার্ড স্কিলের পাশাপাশি সফট স্কিল উন্নয়ন অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও কার্যকর।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের ট্রেজারার মোহাম্মদ আরিফুর রহমান, জবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্র হল-১-এর প্রভোস্ট ড. মুহাম্মদ আসাদুজ্জামান সাদী, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।
ওয়ার্কশপে একাডেমিক ও দৈনন্দিন জীবনে এআই টুলসের ব্যবহার নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন সিনিয়র ইনস্ট্রাক্টর ফরিদ উদ্দিন খান। পাশাপাশি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার কৌশল ও দিকনির্দেশনা দেন আস-সুন্নাহ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের হেড অব একাডেমিকস মোঃ কামরুল হাসান।
দিনের দ্বিতীয় সেশনে আয়োজিত এআই ও বিজনেস ইনকিউবেশন প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫০টির বেশি দলের মধ্য থেকে নির্বাচিত সেরা ছয়টি দল তাদের এআই-ভিত্তিক ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন করে। প্রতিযোগিতায় বিজয়ী তিনটি দল নগদ অর্থ পুরস্কারের পাশাপাশি তাদের ব্যবসা বাস্তবায়নের জন্য বিনিয়োগ সুবিধা লাভ করে।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন টি.কে গ্রুপের বিজনেস ডিরেক্টর মোহাম্মদ মোফাসসেল হক, ওয়ালটন ডিজিটেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ তৌহিদুর রহমান র্যাড, ওয়ান উম্মাহ বিডির চিফ মার্কেটিং অফিসার তামিম মৃধা, মোহাইমান পাটোয়ারী, জননী বিল্ডার্সের ডিরেক্টর আজিজুর রহমান এবং প্রলয় হাসান।
উল্লেখ্য, পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মেধাবী’ প্রকল্পের ইনচার্জ মামুনুর রশিদ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved