রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় উওরণ হল রুমে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন করা হয়।
২৯ জানুয়ারি ২০২৬ ইঊ বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্ব উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বি.এম কুদরত এ খুদা, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব,জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার,সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দসহ গণমাধ্যমকর্মী।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত মোট ১৩ হাজার ৫ শত ৯ টি পোস্টাল ভোটের রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। এরমধ্যে ২৫ কুড়িগ্রাম- ১ আসনে ৩ হাজার ৭ শত ৩টি,
২৬ কুড়িগ্রাম- ২ আসনে ৩ হাজার ৯ শত ২৩টি,
২৭কুড়িগ্রাম -৩ আসনে ২ হাজার ১ শত ১ এবং
২৮ কুড়িগ্রাম -৪ আসনে ৩ হাজার ৭ শত ৮২টি এবং কুড়িগ্রাম কারাগারের কারাবন্দী ১২ জন ভোট প্রদান করতে পাবেন।
এবিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান আগামী ১২ ই ফেব্রুয়ারি বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং পোস্টাল ভোটে টিক চিহ্নের মাধ্যমে ভোট প্রদান করতে হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved