রাজিকুল ইসলাম , সিংড়া (নাটোর) প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে নাটোরের সিংড়া উপজেলার তিন প্রভাবশালী নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ রহিম নেওয়াজ ও সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন: সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলাম, ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ চয়েন উদ্দিন, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ ইব্রাহীম হোসেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু-র বিপক্ষে অবস্থান গ্রহণ এবং দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণায় সরাসরি সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় নির্দেশ অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ-পদবী থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে নাটোর জেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, দলের ঐক্য বজায় রাখতে এবং হাইকমান্ডের সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা হবে না। যারা ধানের শীষের প্রার্থীর বিজয় বাধাগ্রস্ত করতে কাজ করবে, তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved