মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া সভাপতিত্বে নভেম্বর ও ডিসেম্বর/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ ২৮ জানুয়ারি বুধবার সকাল ১১.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় ময়মনসিংহ রেঞ্জের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, রেঞ্জের মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ রেঞ্জের গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।
উক্ত সভায় নভেম্বর ও ডিসেম্বর/২০২৫ মাসের সার্বিক কর্ম মূল্যায়ন ও বিভিন্ন ক্যাটাগরিতে-পরিসংখ্যানের ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়।
শ্রেষ্ঠ-জেলা-ময়মনসিংহ"নভেম্বর ও ডিসেম্বর/২০২৫ ।
পুরস্কার প্রাপ্তরা হলেন-
১। শ্রেষ্ঠ পুলিশ সুপার-মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ, নভেম্বর ও ডিসেম্বর/২০২৫ ।
২। শ্রেষ্ঠ সার্কেল অফিসার-ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার, ইসলামপুর সার্কেল, জামালপুর, নভেম্বর/২০২৫।
৩। শ্রেষ্ঠ সার্কেল অফিসার মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেল, ময়মনসিংহ, ডিসেম্বর/২০২৫।
৪। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ-মোঃ শফিকুল ইসলাম, ধোবাউড়া থানা, ময়মনসিংহ, নভেম্বর ও ডিসেম্বর/২০২৫।
৫। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত)- মোঃ এসএম নূর মোহাম্মদ, জামালপুর সদর থানা, জামালপুর, নভেম্বর ও ডিসেম্বর/২০২৫।
৬। শ্রেষ্ঠ এসআই-এসআই (নিরস্ত্র) /মোঃ শহিদুল ইসলাম, জামালপুর সদর থানা, জামালপুর, নভেম্বর/২০২৫।
৭। শ্রেষ্ঠ এসআই-এসআই (নিরস্ত্র) / মোঃ মোশারফ হোসেন, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ, ডিসেম্বর/২০২৫।
৮। শ্রেষ্ঠ এএসআই-এএসআই (নিরস্ত্র)/ মোঃ আশরাফুল ইসলাম শান্ত, বকশীগঞ্জ থানা, জামালপুর, নভেম্বর/২০২৫।
৯। শ্রেষ্ঠ এএসআই-এএসআই (নিরস্ত্র)/ মোঃ সালাহ উদ্দিন, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ, ডিসেম্বর/২০২৫।
অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ নির্বাচনের দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন সম্মানিত রেঞ্জ ডিআইজি । উক্ত সভায় ময়মনসিংহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, ময়মনসিংহ রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপারবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved