স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স ও অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রাম জেলা প্রশাসন, কর্ণফুলী উপজেলা ভূমি অফিস ও ওসমানি বিরিয়ানি হাউসের সার্বিক সহযোগিতায় ২৭ জানুয়ারি, মঙ্গলবার, সকাল ১১টায় কর্ণফুলী উপজেলাধীন জুলধা ইউনিয়নের দক্ষিণ শাহমীরপুর গ্রামের সার্বজনীন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ উন্নয়নে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ ও বিতরণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ শাহমীরপুর সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, বিশিষ্ট গবেষক ও পরিবেশবিদ ভদন্ত জয়সেন স্থবির। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে বি এস আনন্দবোধি স্থবির। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজহিতৈষী ডা. বেসান্তর বড়ুয়া, আনন্দ বড়ুয়া চৌধুরী, অমল বড়ুয়া, নেপাল বড়ুয়া, চিনু বড়ুয়া, অনিমা বড়ুয়া, সুখেন বড়ুয়া, শিক্ষক শংকর বড়ুয়া, শিক্ষক সুজিত বড়ুয়া, সমাজসেবী প্রশান্ত কুমার বড়ুয়া, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য (মিডিয়া ও কমিউনিকেশন) নজিব চৌধুরী, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (অর্থ ও হিসাব) আকতার হোসেন শাকিল, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, একরামুল হক বাবুল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভদন্ত জয়সেন স্থবির বলেন, মহামতি গৌতম বুদ্ধ বৃক্ষরোপণের উপর জোর তাগিদ দিয়েছেন। তিনি বোধিবৃক্ষ স্থানে ধ্যানভাবনা করে সিদ্ধি লাভ করেছিলেন। মহামতি বুদ্ধ সবসময় বৃক্ষরোপণ ও তা পরিচর্যার প্রতি তাগিদ দিতেন।
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স বৌদ্ধ বিহার প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ফুলের চারা রোপণ-বিতরণ কর্মসূচি সম্পাদনের মাধ্যমে একটি মহৎ কর্ম সম্পাদন করেছে। যার দ্বারা যুগ যুগ ধরে পুণ্য লাভ হবে।
তিনি আরো বলেন, প্রত্যেকটা ধর্মই পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কথা বারেবারে বলেছে। মানুষের সুস্থতার জন্য পরিবেশর সুস্থতার বিকল্প নেই। আর পরিবেশের সুস্থতার জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই আমাদের বৃক্ষরোপণ ও তার পরিচর্যায় আরো বেশি মনোযোগী হতে হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved