
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড় এলাকায় মঙ্গলবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল গণসংযোগ করেছেন।
এ সময় তিনি সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, “দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে দেশে ন্যায় ও ইনসাফ কায়েম হবে। সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং এই জেলার বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের অঙ্গীকার।”
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা পৌর আমির হাসিবুল ইসলাম, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, জেলা যুব বিভাগের সেক্রেটারি আরিফুল ইসলাম, ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, চুয়াডাঙ্গা পৌর সভাপতি রাব্বি হাসান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ সভাপতি পারভেজ আলম, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সভাপতি হাফেজ নুরুজ্জামান, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি গাজী আনাস, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি শরীফসহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দরা এলাকার দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved