ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে, জানিয়েছেন এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।
ঢাকা-১১ আসনের সংসদ প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতে নাসীরুদ্দীনের ওপর হামলা হয়েছে। তিনি বলেন, নির্বাচনকে সন্ত্রাসমুক্ত রাখতে নির্বাচন কমিশন, পুলিশ ও কলেজ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, কলেজে প্রবেশ করলে একজন নিজেকে ছাত্রদলের সভাপতি পরিচয় দিয়ে তাদের ওপর আক্রমণ শুরু করে। ইট-পাটকেল, লাঠি এবং ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। তিনি হামলার জন্য সরাসরি দায়ী করেছেন মির্জা আব্বাসের বাহিনীকে।
পাটওয়ারী দাবি করেন, মির্জা আব্বাসকে বিএনপি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে হবে তারেক রহমানকে। তিনি বলেন, জনগণ ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে এই ধরনের সন্ত্রাসের বিচার করবে।
হামলায় এনসিপি নেতৃবৃন্দসহ কয়েকজন আহত হয়েছেন, যার মধ্যে শাহিন আহমেদ খান, দেওয়ান আব্দুল্লাহ, আয়মান ফয়েজ, মেজবাহ উদ্দিন ও অন্যান্যরা রয়েছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved