
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা শেষে তাৎক্ষণিকভাবে মাঠ পরিষ্কার করে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা ১ ও ২ আসনের প্রার্থী ও নেতাকর্মীরা।
সোমবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত জামায়াতে ইসলামীর আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশ শেষে মাঠজুড়ে পলিথিন, কাগজসহ বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে পড়ে।
এ অবস্থায় সন্ধ্যার আগেই চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানে নামেন। তাঁর সঙ্গে ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলসহ দলীয় নেতাকর্মীরা। তারা দলবদ্ধভাবে মাঠের বিভিন্ন অংশ থেকে পলিথিন ও ময়লা সংগ্রহ করে মাঠকে আগের মতো পরিষ্কার করে তোলেন।
এই উদ্যোগকে ঘিরে চুয়াডাঙ্গা শহরবাসীর মধ্যে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরে দলটির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
এ বিষয়ে জামায়াতের এক নেতা বলেন,
“জামায়াতে ইসলামী এমন একটি সংগঠন, যারা প্রতিটি কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করে। আজকের এই পরিচ্ছন্নতা অভিযান তারই বাস্তব উদাহরণ। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্রের প্রতিটি সেক্টর সুন্দরভাবে পরিচালিত হবে। আজকের কাজ সেই দৃষ্টান্ত স্থাপন করেছে।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার এই উদ্যোগ রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved