মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম): রাজিবপুর ও কোদালকাটির চরাঞ্চলে আসন্ন গণভোটকে কেন্দ্র করে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। স্থানীয় ভোটারদের মধ্যে গণভোটের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে চরাঞ্চলের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে এই গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।
প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন রবিউল ইসলাম রবিন, শহিদুল ইসলাম, নেজাত, মামুন, আব্দুল্লাহ হিল হাদি ও বেলাল। তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তারা ভোটারদের জানান, গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি নিজেদের মতামত প্রকাশের সুযোগ পাচ্ছেন, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।
প্রচারণাকালে বক্তারা বলেন, চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবি বাস্তবায়নে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ে সবাইকে সচেতনভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান তারা।
এ সময় চরাঞ্চলের সাধারণ মানুষ প্রচারণায় স্বতঃস্ফূর্ত সাড়া দেন। অনেকেই গণভোট নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন এবং ভোট প্রদানের আগ্রহ জানান। প্রচারণা শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন, রাজিবপুর ও কোদালকাটির চরাঞ্চলে গণভোটে ব্যাপক ভোটার উপস্থিতি ও ইতিবাচক সাড়া পাওয়া যাবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved