দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানকে জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্য তলব করেছে।
সংস্থার উপপরিচালক মো. আকতারুল ইসলাম সোমবার ( ২৬ জানুয়ারি) সাংবাদিকদের জানান, আগামী বৃহস্পতিবার দুই দফা নোটিশে আজিজ খানকে দুদকে হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য তলব করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, “নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে, বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।”
একই সঙ্গে সামিট গ্রুপের শেয়ার হস্তান্তর সংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্রও দুদক চেয়ে নিয়েছে।
চব্বিশের আন্দোলনের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে না থাকা আজিজ খান দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে বসবাস করছেন। সিঙ্গাপুরের নাগরিকত্বপ্রাপ্ত তিনি দেশের বাইরে থাকায় দীর্ঘদিনে তার দেশে আসার খবর পাওয়া যায়নি।
দুদক সামিট গ্রুপ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের’ অভিযোগ অনুসন্ধান করছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আজিজ খানকে জিজ্ঞাসাবাদে নোটিশ পাঠানো হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved