জাহারুল ইসলাম জীবন, মেহেরপুর প্রতিনিধি: তারিখ: ২৬ জানুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরে নির্বাচনী প্রচারণার এক বিশাল তরঙ্গ সৃষ্টি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বৈকাল ৪ ঘটিকায় মেহেরপুর সরকারি হাইস্কুল মাঠ প্রাঙ্গণে জেলা জামায়াতের উদ্যোগে এক ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথি হেলিকপ্টারযোগে সভাস্থলে পৌঁছালে জনসমুদ্রের গগনবিদারী স্লোগান ও ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেওয়া হয়।
মেহেরপুর জেলা জামায়াতের আমির ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তাজউদ্দীন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সংসদ পদপ্রার্থী মো: নাজমুল হুদা, মাওলানা মোঃ সোহেল রানা ও মোঃ আলমগীর কবির প্রমূখ।
প্রধান অতিথির কড়া হুঁশিয়ারি:- প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারকে 'ফ্যাসিবাদী' হিসেবে উল্লেখ করে বলেন, "গত দেড় দশকে জামায়াতের নেতাকর্মীদের ওপর যে সীমাহীন জুলুম, মিথ্যা মামলা এবং গুম-খুনের রাজনীতি চালানো হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল। বিচারের নামে প্রহসন সাজিয়ে আমাদের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে।" তিনি আরও বলেন, দেশবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ও ব্যাপক দুর্নীতির মাধ্যমে দেশকে একটি তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করে বর্তমানে ভিনদেশে বসে দেশের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করার নীল নকশা করা হচ্ছে। এই চক্রান্ত নস্যাৎ করতে তিনি দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।
শহীদদের স্মরণে আবেগঘন পরিবেশ:- জনসভার এক পর্যায়ে বিগত সরকারের আমলে কথিত ক্রসফায়ারে শহীদ হওয়া মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো: তারিকুল ইসলাম (তারিক) এবং সাবেক আমঝূপী ইউপি সদস্য মো: জাব্বারুল ইসলাম (জাব্বার)-এর আত্মত্যাগের কথা স্মরণ করা হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা শহীদদের রক্ত বৃথা যেতে দেবেন না বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
ইসলামী শাসন ব্যবস্থার ডাক:- সভায় বক্তারা বাংলাদেশের চরম সংকটে রাজনৈতিক অরাজকতা মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, একমাত্র কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলেই দেশে প্রকৃত ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানের শেষভাগে সদ্য প্রয়াত জেলা আমির আলহাজ্ব মাওলানা ছমিরুদ্দিন সাহেবসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলার মনোনীত প্রার্থীদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved