এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা, গলিয়ারা ও জোড়কানন পশ্চিম ইউনিয়নে অভিযান পরিচালনা করে পাচটি ইটভাটাকে ১৩ লক্ষ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলার সদর দক্ষিন উপজেলার চৌয়ারা, গলিয়ারা ও জোড়কানন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা করেন সজীব তালুকদার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কুমিল্লা সদর দক্ষিণ, পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় এর সিনিয়র কেমিস্ট জনাব মো: রায়হান মোর্শেদ ও পরিদর্শক জনাব জোবায়ের হোসেন এবং সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটি সংগ্রহ করায়- ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী, চৌয়ারা ইউনিয়নের ফুনকা ব্রিকসকে ৫ লক্ষ, গলিয়ারা ইউনিয়নের লিজা ব্রিকসকে ২ লক্ষ এবং জোড়কানন পশ্চিম ইউনিয়নের রহমান ব্রিকসকে ২ লক্ষ টাকা, ইউনূস ব্রিকসকে ২ লক্ষ ও ইলিয়াছ ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
কৃষিজমির মাটি রক্ষার্থে উপজেলা প্রশাসন, সদর দক্ষিণ সবসময় সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও এধরণের অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved