রাজধানীর খিলক্ষেতে স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে ঢাকা-১৮ আসনের জামায়াত-এনসিপি ১০ দলীয় জোটপ্রার্থী আরিফুল ইসলাম আদীবের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
আজ (সোমবার) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে খিলক্ষেতের ডুমনী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে প্রার্থী আরিফুল ইসলামসহ ১২/১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, সকালে ৪৩ নং ওয়ার্ডের খিলক্ষেত ডুমনি নূরপাড়া আলিম মাদ্রাসার এক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে দেখা করতে যান ঢাকা-১৮ আসনের জামায়াত-এনসিপি ১০ দলীয় জোটপ্রার্থী আরিফুল ইসলাম আদীব। এ সময় ৪৩ নং ওয়ার্ড বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে জামায়াত-এনসিপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় দিদারের অনুসারীরা।
এ বিষয়ে ঢাকা-১৮ আসন ১০দলীয় জোটপ্রার্থীর মিডিয়া সমন্বয়ক কামরুল হাসান জানায়, বিএনপির সন্ত্রাসীদের হামলায় নূর পাড়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল বরকতউল্লাহ এবং তার বড় ভাই হেদায়েতুল্লাহসহ ১২জন গুরুতর আহত হয়েছেন। নেতাকর্মীরা ১০ দলীয় জোটপ্রার্থী আরিফুল ইসলামকে উদ্ধার করেছে, তিনি সুস্থ আছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ৪৩ নং ওয়ার্ড বিএনপি নেতা দিদার মোল্লা বলেন, ওটা মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা ছিল, কোন রাজনৈতিক কর্মসূচি না। ওই মাদ্রাসা পৈত্রিকসূত্রে আমাদের। তবে জোটপ্রার্থীর ওপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved