সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলার ঘটনায় মা ও দুই মেয়েসহ একই পরিবারের তিন নারী আহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ধারা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— সুফিয়া খাতুন (৫২), তাঁর মেয়ে লাভলী আক্তার (৩১) ও লাকী আক্তার (২৫)। তারমধ্যে সুফিয়া খাতুন গুরুতর আহত অবস্থায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী নজরুল ইসলাম ও তাঁর ছেলে মুরসালিন দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করে তাঁদের বসতবাড়িতে হামলা চালায়। হামলার সময় বাধা দিতে গেলে নারী সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর করা হয় এবং বসতঘরে ভাঙচুর চালানো হয়।
এতে সুফিয়া খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আহত লাভলী আক্তার বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ এসেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved