মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে ২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২ টায় অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় বিএনপি'র চেয়ারপার্সন তারেক রহমান ভাষণ প্রদান করবেন।
এই জনসভাকে সফল করার জন্য ময়মনসিংহ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা আজ ২৫ জানুয়ারি রোববার সকাল ১০ টায় টাউনহলস্থ এডভোকেট তারেকস্মৃতি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভৈরব- কুলিয়ারচর আসনে এমপি প্রার্থী শরীফুল আলম।সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম।সভা সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা(দক্ষিণ) বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসন থেকে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা (দক্ষিন)বিএনপির আহ্বায়ক মুক্তাগাছা আসন থেকে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ জেলা(উত্তর) বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহের ফুলপুর- তারাকান্দা আসনে ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার, গৌরীপুর আসনে এমপি প্রার্থী ইন্জিনিয়ার ইকবাল হোসেন।ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, বিএনপির জেষ্ঠ্য নেতা কাজী রানা, ময়মনসিংহ দক্ষিণ আলমগীর মাহমুদ আলমগীর,ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ,বিএনপি নেতা এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী, অধ্যাপক এনায়েত উল্লাহ, কোতোয়ালী বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ প্রমূখ নেতৃবৃন্দ।
বক্তাগন বলেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির চেয়ারপারসন প্রথম বারের মতো ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে বক্তব্য রাখবেন। সকল নেতাকর্মী সমর্থকদের মাঝে ব্যাপক আনন্দ উচ্ছাস,উম্মাদনা, আবেগ ও ঢেউয়ের সঞ্চার হয়েছে। ওইদিন ময়মনসিংহ শহর মিছিলের নগরীতে পরিণত হবে।সার্কিট হাউস ময়দান কানায় কানায় ভরে উঠবে। বৃহত্তর ময়মনসিংহের সকল আসনেই বিএনপির বিজয় হবে ইনশাআল্লাহ।
আরও বলেন এই সার্কিট হাউজ ময়দানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া বক্তব্য রেখেছেন।সভা শেষে নেতৃবৃন্দ সার্কিট হাউজ ময়দান পরিদর্শন করেন। সভার জন্য ৬২ বাই ৪০ ফুট মঞ্চ তৈরী করা হচ্ছে।উল্লেখ্য শনিবার মহানগর বিএনপির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved