হাফিজুর রহমান, রাজারহাট উপজেলা প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াশাম গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে একই সঙ্গে পাঁচটি পরিবারের ১২টি টিনের ঘর ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ১৬ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে এবং পাঁচ পরিবারের বসতঘর, ধান, আলু, আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো প্রাণহানি না হলেও ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় ইউএনও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।
ঘড়িয়াল ডাঁঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের মতে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল এবং অগ্নিকান্ডে ১৬টি টিনের ঘর, আসবাবপত্র, ধান, আলু সহ আনুমানিক ১৬লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved