মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তা গনের প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ফুলপুর মহিলা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়।এছাড়া ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ময়মনসিংহ মো: সাইফুর রহমান, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ফুলপুর ময়মনসিংহ, সার্কেল এএসপি ফুলপুর ময়মনসিংহ, সহকারী কমিশনার (ভূমি) ফুলপুর ময়মনসিংহ, ভিজিল্যান্স টিমের সদস্য উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ফুলপুর ময়মনসিংহ এবং পুলিশ আনসার ও সেনাবাহিনী র্যাবের সমন্বয়ে আজ ২৪ জানুয়ারি শনিবার বিকাল ও রাত পর্যন্ত যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রুপসি এবং বালিয়া ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
বালিয়া বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রশাসনের পক্ষ হতে ঘন ভোটের প্রচারণার পাশাপাশি জনসাধারণকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে উদাত্ত আহ্বান জানানো হয়।এবং নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved