মকবুল হোসেন, ময়মনসিংহের জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকনির্দেশনা উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনকারী কে আটক করে কারাদণ্ড ও জরিমানা করে অর্থ আদায় করা হয়।
আজ ২৪ জানুয়ারি শনিবার সকাল ১০ টা হইতে দুপুর একটা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোট অভিযান চলাকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর ইছামতি নামক স্থান হতে অবৈধ ভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিপণনের সময় মোঃআঃ সাত্তার (৩৮)নামক একজনকে আটক করা হয়।
পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫ (১) ধারায় ১মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে পরিচালিত মোবাইল কোট পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর টিম, ও ত্রিশাল থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে প্রশাসনের এজন্য অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved