
অরাজনৈতিক পেশাজীবী সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (OGSB)–এর একটি আসন্ন কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বর্তমানে সংগঠনটির সভাপতি ও সদস্য সচিব—এই দুই শীর্ষ পদধারীর কেউই ভোটের মাধ্যমে নির্বাচিত নন; বরং তাঁরা সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এমন অবস্থায় OGSB–এর মতো একটি সর্বদলীয় ও অরাজনৈতিক পেশাজীবী সংগঠনকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়, উক্ত কর্মসূচিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)–এর সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মাধ্যমে পুরো আয়োজনটিকে একটি দলের নির্বাচনী কর্মসূচি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে, যা নির্বাচনের আগ মুহূর্তে একটি রাজনৈতিক শোডাউনের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া ওই কর্মসূচিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সরকারি কর্মকর্তা, সচিব এবং দুইজন মহাপরিচালক (DG) এর উপস্থিত থাকার কথা রয়েছে। নির্বাচন-পূর্ব সময়ে এ ধরনের একটি কর্মসূচিতে সরকারি গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের অংশগ্রহণ নির্বাচনবিধি লঙ্ঘনের শামিল কি না—সে প্রশ্নও উঠেছে।
একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন কি কোনো রাজনৈতিক দলের নেতাদের দিয়ে এমন কর্মসূচি আয়োজন করতে পারে কিনা এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিশ্লেষকদের মতে, বিষয়টি নির্বাচনী আচরণবিধির পরিপন্থী এবং বিতর্কিত এই কর্মসূচি অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved