নূরুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট সদর উপজেলার ফকিরহাটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ফকিরহাট বিশ্বরোডের নূর সুপার মার্কেটে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে ফকিরহাট বাজারসহ আশপাশের এলাকায় সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করে ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এম এ এইচ সেলিম বাগেরহাট জেলার ১, ২ ও ৩ আসনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এর মধ্যে বাগেরহাট-১ আসনে ফকিরহাট, মোল্লারহাট ও চিতলমারী উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, ফকিরহাট, মোল্লারহাট ও চিতলমারীর মানুষ যদি আমাকে ভালোবেসে ভোট দেন এবং সংসদে পাঠান, তাহলে এই এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবো। আমি অতীতেও উন্নয়ন করেছি, ভবিষ্যতেও করবো।
আমার বিরুদ্ধে কেউ কখনো কোনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগ তুলতে পারেনি।
তিনি আরও বলেন, আমি পূর্বে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য ছিলাম। বাগেরহাটে যে উন্নয়নমূলক কাজ করেছি, তা আগামী একশ বছরেও অনুকরণ করা কঠিন হবে। এই উন্নয়নের পেছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণা ছিল।
আমার রাজনৈতিক আদর্শ মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সততা ও দেশপ্রেমের আদর্শ নিয়েই আমি রাজনীতি করে যাচ্ছি।
নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না। তবে আল্লাহ যদি সুযোগ দেন, তাহলে এলাকাকে চাঁদাবাজি, ঘের দখল ও সন্ত্রাসমুক্ত করতে চাই। আমি মাটি ও মানুষের সঙ্গে থেকেই কাজ করতে চাই। অতীতে মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজে অনুদান দিয়েছি। এলাকার দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নই আমার প্রধান লক্ষ্য।
নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, আমাদের নির্বাচনী কার্যক্রমে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। কোথাও কোথাও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, আমি বিএনপির বাইরে কোনো লোক নই। বাগেরহাটের আসনগুলো ধরে রাখার স্বার্থেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। আমি বিশ্বাস করি, বাগেরহাটের জনগণ আমাকে ভালোবাসে। আমি তারেক রহমানকে তিনটি আসন উপহার দিতে চাই।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সমতার কথা তুলে ধরে তিনি বলেন, আমার কাছে সবাই সমান হিন্দু-মুসলিম নির্বিশেষে। জনগণ যাকে যোগ্য মনে করবে, তাকেই ভোট দেবে।
লিফলেট বিতরণ ও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved