এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর টিক্কাচর গোমতী নদীর উত্তর পাড় এলাকা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে জেলার সদর উপজেলার পাচথুবী ইউপির গোমতী নদীর উত্তর পাড় এলাকা থেকে মরদেহ উদ্বার করে পুলিশ।
নিহত হুমায়ুন কবির (৫৫) কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের শালধর (সর্দার বাড়ির) মৃত মালু মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সকালে পাচথুবী ইউপির গোমতী নদীর উত্তর পাড় এলাকায় স্হানীয়রা মরদেহ দেখতে পেয়ে তার পরিবারের লোকজন এসে হুমায়ুনকে সনাক্ত করে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের সনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved