আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় সরকারি কলেজ মোড়ে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডে পৌর বিএনপির আয়োজনে সাতক্ষীরা জেলা বিএনপি'র সহ-সভাপতি ইমামুল ইসলাম শরীফ এর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি'র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি রফিকুল আলম বাবু, সাতক্ষীরা পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, জেলা যুবদলের মাসুম রানা সবুজ প্রমুখ। সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের নির্বাচনী পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা, উপজেলা, পৌর ২নং ওয়ার্ড এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য নারী পুরুষরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট শফিউল ইসলাম শফি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved