
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে গণভোট উপলক্ষে ও অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলায় সচেতনতামূলক ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে নির্বাচন বিষয়ক প্রদর্শনী ও প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে।
সূত্র জানায়, বড় গাড়ির মাধ্যমে আজ সকাল ১১টা থেকে চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তার মোড়ে প্রচারণা চালানো হবে। পরে বিকেল ৪টায় বদরগঞ্জ বাজার এলাকায় একই কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া ছোট গাড়ির মাধ্যমে সকাল ১০টায় বেগমপুর এলাকায়, বিকেল ৩টায় মমিনপুর এলাকায় এবং সন্ধ্যা ৬টায় শংকরচন্দ্র এলাকায় প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রচারণায় “গণভোট ২০২৬, সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে” এই স্লোগানকে সামনে রেখে ভোটারদের মধ্যে নির্বাচন সম্পর্কে সচেতনতা বাড়ানো, ভোটাধিকার প্রয়োগে উৎসাহ প্রদান এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved