
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৮নং বুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাটুলী গ্রামের বাসিন্দা সাবেক বিচারপতি এ এস এম আব্দুল মোবিন এর লিজ দেওয়া পুকুরে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ লাখ টাকার মাছ মরে গেছে বলে জানিয়েছেন পুকুরের মালিক। ঘটনাটি ঘটেছে (১৩-জানুয়ারি) ২০২৬ পাটুলী গ্রামে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী অনু মিয়া জানান, তিনি দীর্ঘ ৪/৫ বছর ধরে পুকুরে মাছের চাষ করছেন। তিন বিঘা আয়তনের ওই পুকুরে নিয়মিত পোনা ফেলে পরিচর্যা এবং বিক্রয় করে জীবিকা নির্বাহ করতেন। পাটুলী গ্রামে অনু পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
তারা হলেন মোঃ শাহিন মিয়া , নাঈম মিয়া, নাদিম মিয়া, কাজল সরকার, শিশু সরকার, রাতের বেলায়, বিষাক্ত তরল পদার্থ পুকুরে ঢেলে দেয়। মুহূর্তের মধ্যেই পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ পানির ওপর ভেসে উঠে মারা যায়। এতে প্রায় ৫ লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন, অনু মিয়া বলেন-এরা দীর্ঘদিন ধরে আমার ক্ষতি করার চেষ্টা করছে। এ ব্যাপারে মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদ বলেন, মাছের সাথে শত্রুতা কোন ভাবেই কাম্য নয় বিষয়টি খুবই দুঃখজনক। এ ব্যাপারে জানতে চাইলে অনু মিয়া জানান, গত ১৮-জানুয়ারি ২০২৬ মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved