সৌদি আরবে কর্মরত বাঙালি প্রবাসীদের একটি বড় অংশ আজ দালাল, কপিল ও কিছু অসাধু মুদিরের তোষামোদকারী চক্রের কারণে চরম ক্ষতির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব দালাল ও চামচা চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য বাঙালি শ্রমিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে চাকরি হারানো, বেতন বন্ধ ও ভিসা জটিলতা সৃষ্টি করছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
প্রবাসীদের অভিযোগ, বিভিন্ন কোম্পানির ভেতরে সক্রিয় এই চক্রগুলো কপিল ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ভুল তথ্য দিয়ে পরিশ্রমী ও নিরীহ বাঙালি শ্রমিকদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করছে। ফলে দীর্ঘদিন ধরে সততার সঙ্গে কাজ করা বহু কর্মী হঠাৎ করে চাকরিচ্যুত হচ্ছেন। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে দেশে থাকা তাদের পরিবারগুলোর ওপর—অনেকে আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।
এই পরিস্থিতিতে সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংঘটন এর পক্ষ থেকে দালাল ও চামচা চক্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনের সদস্যরা বলেন, “বাঙালি বাঙালির ক্ষতি করলে লাভবান হয় শুধু দালাল চক্র। আমরা সবাই প্রবাসে ভাই—একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।”
সংগঠনের পরিচালক ও সৌদি প্রবাসী মো: সেলিম রানা এক সতর্কবার্তায় বলেন,
“সৌদি আরব বাঙালি কর্মীদের পছন্দ করে এবং বাঙালির শ্রমে দেশটির অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। অথচ কিছু স্বার্থান্বেষী দালাল পরিকল্পিতভাবে বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদের ক্ষতি করছে। সবাইকে সচেতন, ঐক্যবদ্ধ ও আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, যেসব কোম্পানি বা কর্মক্ষেত্রে দালাল ও চামচা চক্র সক্রিয় রয়েছে, সেগুলো চিহ্নিত করে আইনসম্মতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বা সহিংস পথ নয়—প্রমাণ, ঐক্য ও সংগঠিত প্রতিবাদের মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব।
সংগঠনের পক্ষ থেকে সৌদি আরবে অবস্থানরত সকল বাঙালি প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়—গুজব এড়িয়ে চলুন, দালালের প্রলোভনে পা দেবেন না এবং বিপদে পড়লে একে অপরের পাশে দাঁড়ান। অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও আইনসম্মত আন্দোলন গড়ে তুললেই প্রবাসে বাঙালিদের অধিকার ও মর্যাদা রক্ষা সম্ভব হবে বলে তারা মনে করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved