
মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় একই পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিনের জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে মোঃ ছাব্বির মোল্যা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার(১৯ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের বোয়ালেরচর পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় মোঃ ছাব্বির মোল্যাকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুরেই তার মৃত্যু হয়। নিহত ছাব্বিরের মরদেহ ময়না তদন্ত সম্পন্ন করে মঙ্গলবার(২০জানুয়ারী) দুপুর তিনটায় নিহত ব্যক্তির নিজ বাড়ি নিয়ে আসে।
সংঘর্ষে নিহতের পিতা তৌহিদুল ইসলামও গুরুতর আহত হন। তাকে সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছাব্বিরের সঙ্গে তার চাচা রুহুল মোল্যা ও চাচাতো ভাই নাদের ও নাহিদসহ অন্যান্য স্বজনদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয় উপজেলার নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন,‘ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved