এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র বহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে চান্দিনা থানাধীন মাধাইয়া বাজার এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকা-গামী লেনে চেকপোস্ট কার্যক্রম শুরু করা হয়। রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে কুমিল্লা থেকে ঢাকার দিকে আসা এশিয়া এয়ারকন এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৮৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসটির ডি-৩ ও ডি-৪ নম্বর সিটের উপরের বক্সে রাখা একটি কাপড়ের শপিং ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডি-৪ নম্বর সিটে বসা যাত্রী চিশতি (পিতা: গুলজার রহমান, সাং: দক্ষিণ খোলা, থানা: বন্দর, জেলা: নারায়ণগঞ্জ) এবং ডি-৩ নম্বর সিটে বসা হাবিবুর রহমান শাকিল (পিতা: বুলবুল মিয়া, সাং: মনার কান্দি, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ)–কে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অসংলগ্ন ও পরস্পর বিরোধী তথ্য প্রদান করে।
পরবর্তীতে তাদের ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে অস্ত্র কেনাবেচা সংক্রান্ত তথ্য পাওয়া যায়। সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে, উভয়ে যোগসাজশে কুমিল্লা থেকে অস্ত্রটি ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নারায়ণগঞ্জে নিয়ে যাচ্ছিল।
পরে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে উদ্ধারকৃত একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং আসামিদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা চান্দিনা থানায় মামলা দায়ের শেষে মঙ্গলবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved