সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিল (সিপিএফ) জমার বিপরীতে সুদের হার বাড়ানো হয়নি। আগের মতোই ১১ থেকে ১৩ শতাংশ সুদের হার বহাল রাখা হয়েছে।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রোববার (১৮ জানুয়ারি) একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, জিপিএফ ও সিপিএফে জমাকৃত অর্থের মধ্যে ১৫ লাখ টাকা পর্যন্ত সুদের হার নির্ধারণ করা হয়েছে ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত জমার ওপর সুদ পাওয়া যাবে ১২ শতাংশ হারে। আর ৩০ লাখ ১ টাকা বা তার বেশি অর্থের ক্ষেত্রে সুদের হার ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, একসময় সরকারি কর্মচারীরা জিপিএফ ও সিপিএফে জমার বিপরীতে ১৩ থেকে ১৪ শতাংশ পর্যন্ত সুদ পেতেন। তবে ২০২১ সালের সেপ্টেম্বরে তৎকালীন অর্থসচিব আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে এই সুদের হার কমিয়ে ১১ থেকে ১৩ শতাংশে নির্ধারণ করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত একই হার কার্যকর রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved