ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম, ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এস. এম. কুদ্দুস, সিরাজগঞ্জ শাহজাদপুর পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সজল, গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আকতারুজ্জামান আকতার, ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন পল্লবী থানার ৬ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন রানা এবং চাঁদপুর শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিয়াদকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্ব স্ব পদে বহাল করা হলো।
ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য চাঁদপুর জেলা যুবদলের সদস্য মো. আব্দুল মতিন এর দলীয় পদ স্থগিতাদেশের যে সিদ্ধান্ত দেয়া হয়েছিল, তা প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved