অদ্য ১৭ জানুয়ারি শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ লিবারেল ইসলামী এ্যালায়েন্সসহ ১০টি রাজনৈতিক দলের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বক্তারা সারাদেশের ভোটারদেরকে গণভোটে হ্যাঁ এর পক্ষে জাগরণ সৃষ্টি করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে ফ্যাসিবাদমুক্ত আগামী রাষ্ট্র গঠনের আহ্বান জানান। ভারসম্যপূর্ণ ক্ষমতার জন্য এবং জুলাই সনদকে আইনী ভিত্তি দেওয়ার উদ্দেশ্যে হ্যাঁ ভোটের পক্ষে থাকার জন্য গুরুত্ব প্রদান করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল (অবঃ) হাসিনুর রহমান বীর প্রতীক। প্রধান বক্তা ছিলেন জুলাই বিপ্লবের সর্বকণিষ্ঠ শহীদ জাবের ইব্রাহিমের পিতা কবির হোসাইন। সভায় সভাপতিত্ব করেন এডভোকেট মোঃ মঈনুদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আহসান উল্লাহ শামীম, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বাংলাদেশ ইসলামী দলের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ নতুনধারা জনতা পার্টির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আহাদ নূর, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি, ৯০’র গণআন্দোলনের নেতা ও জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব মোঃ আবু হানিফ, জাতীয় ঐক্য সংহতি পরিষদের আহ্বায়ক মোঃ নাজিমুল হক, ইসলামি সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান জাহাঙ্গীর হাওলাদার, বাংলাদেশ পিপলস্ পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান, বাংলাভাষা সাহিত্য পরিষদের চেয়ারম্যান কবি জাহিদ আল রাজী, বাংলাদেশ ন্যাপ এর সেক্রেটারী জেনারেল ইঞ্জিনিয়ার আব্দুল বারেক, সংবিধান বিষয়ক জনস্বার্থ পার্টির আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম হাওলাদার, সুশীল ফোরামের সেক্রেটারী মোঃ শহীদুল্লাহ, ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি) মহাসচিব লায়ন এড. মোঃ জাকির হোসেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সেক্রেটারী জেনারেল মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ লিবারেল ইসলামী এ্যালায়েন্স অফিস সম্পাদক এডভোকেট জি.এম. জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক এ কে এম আলমগীর, বাংলাদেশ ইসলামী দলের যুগ্ম মহাসচিব মাওলানা মোঃ সাব্বির হোসাইন, এডভোকেট জিল্লুর রহমান তালুকদার, সাংবাদিক মোকাররম বিল্লাহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কর্ণেল হাসিনুর রহমান বলেন, ৯০’র গণআন্দোলনে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন সেক্টরে বসে আছে। সকল জটলার অবসান ঘটাতে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে গণভোটে হ্যাঁ এর পক্ষে গণভোট প্রদান করে ফ্যাসিবাদ ফিরার রাস্তা চিরতরে বন্ধ করতে হবে। দেশকে একটি সুখী, সমৃদ্ধশালী ও কল্যাণকর রাষ্ট্র গড়তে হলে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জনগোষ্ঠীসহ সকল শ্রেণী পেশার মানুষকে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে হবে। হ্যাঁ জয়যুক্ত হলে জিতে যাবে বাংলাদেশ, জনগণ ফিরে পাবে গণতন্ত্রের পূর্ণস্বাদ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved