খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় পাঁচ দিন ধরে মোঃ আকবর হোসেন হিমন (১৪) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা আনুমানিক ১২টার দিকে উপজেলার মধ্য আড়ালিয়া হাওলাদার বাড়ি এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়।
নিখোঁজ শিশু হিমন উপজেলার হাজি কান্দি ৬ নম্বর ওয়ার্ডের হাজি বাড়ির বাসিন্দা মোঃ জামাল মাঝি ও অঙ্কুরা বেগম দম্পতির সন্তান। নিখোঁজের পর থেকেই পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে খেলাধুলার এক পর্যায়ে হঠাৎ করে শিশুটি নিখোঁজ হয়। এরপর থেকেই পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। শিশুটির গায়ের রং কালো। নিখোঁজের সময় তার পরনে ছিলো পেস্ট রঙের সুয়েটার ও লুঙ্গি।
নিখোঁজ শিশুর মামা মোঃ ইলিয়াস জানান, “আমরা শিশু হিমনকে দ্রুত উদ্ধারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। কেউ যদি শিশুটির সন্ধান বা কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে ০১৭৩০-৬৮৭৫৮৭ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।”
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved