মাননীয় চেয়ারম্যান জি এম কাদের সাহেব ও জাতীয় পার্টির লাঙল প্রতীক সংক্রান্ত বিষয়ে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ গং সাহেবেরদের কর্তৃক দায়েরকৃত রিটের ওপর মহামান্য হাইকোর্টে আংশিক শুনানি শেষে ৬ সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।
এই আদেশের ফলে আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদের সাহেবের লাঙল প্রতীকে মনোনীত প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা রইল না।
শুনানিতে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও জাতীয় পার্টির পক্ষে অংশগ্রহণ করেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ এবং অ্যাডভোকেট আবদুল হামিদ ভাসানী।
সংবিধান ও আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই এই অগ্রগতি। যা জাতীয় পার্টির লক্ষ লক্ষ নেতাকর্মী ও সমর্থকদের জন্য স্বস্তি ও আশার বার্তা।
"গণতন্ত্র এগিয়ে যাক আইনের শাসন শক্ত হোক"
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved