মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি: সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সোনাগাজীতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রফিকুল ইসলাম চোকধন-কে সম্মাননা প্রদান করেছে মানবাধিকার সংগঠন সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড এডুকেশন।
সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি বাজার সংলগ্ন মাঠে আয়োজিত “সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে মানবাধিকার বাস্তবায়নের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন।
সম্মানিত রফিকুল ইসলাম চোকধন মঙ্গলকান্দি ইউনিয়নের আসরাফ আলী মিয়াজী বাড়ি (নুরুল আলম কোম্পানীর নতুন বাড়ি)-এর কৃতি সন্তান।
তিনি বকসি পাটোয়ারী জামে মসজিদ ও সমাজ পরিচালনা কমিটির সভাপতি এবং মেসার্স রফিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত থেকে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করে আসছেন।
অনুষ্ঠানে সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড এডুকেশন-এর উপজেলা সভাপতি সার্জেন্ট (অব.) মহি উদ্দিন-এর সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিস্টার-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার।
প্রধান বক্তা ছিলেন ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মিতা। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম চোকধন ও সমাজসেবক হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোমিনুল হক ভূঞাঁ, বগাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল মঞ্জুর সবুজ, পৌরসভা মহিলা দলের আহ্বায়ক মনিহার বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সংগঠনের উপজেলা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শীতবস্ত্রের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণকালে রফিকুল ইসলাম চোকধন বলেন,
“নিজের সামর্থ্যের মধ্যে মানবিক কাজে মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষ হিসেবে এটাই আমার স্বার্থকতা। বিনিময় বা স্বীকৃতি পাওয়া কখনোই আমার লক্ষ্য ছিল না। তারপরও সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড এডুকেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠন আমাকে যে সম্মাননা দিয়েছে, তার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।”
অনুষ্ঠান শেষে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved