মোঃ ইলিয়াছ খান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুরের সালথায় সড়কের শৃঙ্খলা ও জনসাধারণের জান মালের নিরাপত্তার লক্ষ্যে সালথার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছেন সেনাবাহিনী ও পুলিশ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় ও সোনাপুর বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী ও পুলিশ বিভিন্ন যানবাহন যেমন, মোটরসাইকেল প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই সহ যাত্রীদের সঙ্গে থাকা ব্যাক তল্লাশি করে।
সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাহিদ বলেন, সালথা একটি সংঘর্ষ প্রবণ এলাকা। এখানে মাঝেমধ্যেই সহিংসতার ঘটনা ঘটে। নির্বাচন সামনে রেখে সহিংসতা আরো বাড়ার আশঙ্কায় ছিল জনসাধারণ। তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মাঠে নামায় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
সেনাবাহিনী টহল ও সৎপরতায় জনমনে ফিরে এসেছে নিরাপত্তাবোধ ও আস্থার অনুভূতি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করছি। জনসচেতনা সৃষ্টিতে কাজ করছি। যাতে মানুষের মধ্যে ভীতি দূর হয়। সালথা ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ সাফায়েত মাহমুদ বলেন, সালথা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।
আজকের মত বিভিন্ন চেক পোস্ট ও যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার, সন্ত্রাসী এবং ফেরারী আসামী গ্রেফতারের মাধ্যমে সালথা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মকভাবে কাজ করবে। এছাড়াও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় বাধা প্রদানকারী এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কোন শক্তিকেই কঠোর হস্তে দমন করা হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved