প্রতীক কুমার, উলিপুর প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ স্লোগানে শতাধিক দুস্থ ও অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের জারুল চত্বরে বন্ধু আমার এসএসসি ৮৮ ব্যাচের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল নিতে আসা অনেকেই বলেন, ‘অভাবের সংসার। ট্যাকা-পয়সা নাই। গরম কাপর-চোপর কিনতে পারিনি। তাই জাড়ে খুবই কষ্টে ছিলাম। কম্বল পেয়ে খুব উপকার হইলো। দোয়া করি আল্লাহ যেন তোমাদের ভালো রাখেন।’
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন্ধু আমার এসএসসি ৮৮ ব্যাচের উলিপুর শাখার আহবায়ক শামীম আখতার আমীন, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শাহীন, দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যাপক মেডিসিন বিভাগ ডা. আব্দুল ওহাব,ফরহাদ হোসেন মোল্লা, শাহানাজ শিরিন, মাহবুবার রহমান, এরশাদুন্নবী, আশরাফুল ইসলাম,আবু সাঈদ,শফিকুর রহমান,রন্জু প্রমুখ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved