বাগেরহাটের বিশ্ব ঐতিহ্যবাহী ষাটগম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরের ই - টিকিটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম,বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক লাভলী ইয়াসমিন, বাগেরহাট জাদুঘরের কাস্টুডিয়ান মোঃ জাহেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, ডিজিটাল সেবার সম্প্রসারণের অংশ হিসেবে প্রত্নস্থল ও জাদুঘরে ই-টিকিটিং চালু করা হয়েছে। এর ফলে দর্শনার্থীদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমবে, সময় সাশ্রয় হবে এবং সেবার মান আরও উন্নত হবে। একই সঙ্গে টিকিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ে নতুন দিগন্তের সূচনা হবে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, বিশ্ব ঐতিহ্য এই স্থাপনাগুলোকে আরও দর্শনার্থীবান্ধব করতে সরকার কাজ করছে। ই-টিকিটিং সেবার মাধ্যমে স্বচ্ছতা ও সেবার মান বাড়বে। আশা করি প্রতি বছর প্রতি বছর দেশ-বিদেশের হাজারো পর্যটক বাড়বে।।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved